রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং সারাদেশে বেড়ে ওঠা মব জাস্টিসের (গণপিটুনি) ঘটনার বিরুদ্ধে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতা।
শনিবার (১২ জুলাই) রাতে ডিমলা উপজেলা সদরের বিজয় চত্ত্বর থেকে ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার বিজয় চত্ত্বরে ফিরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তৃতা করেন জাতীয় নাগরিক পার্টির জেলা সদস্য রাশেদুজ্জামান রাশেদ, ডিমলা উপজেলার প্রধান সমন্বয়কারী মোশারফ হোসেন মিন্টু, যুগ্ম সমন্বয়কারী শাকিল প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম সদস্য সচিব জাফর হোসেন জাকির, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোরসালিন বোখারী এবং প্রতিবাদী নারীর প্রতিষ্ঠাতা ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নূপুর আক্তার প্রমুখ।
বক্তারা সোহাগ হত্যাকাণ্ডসহ সারাদেশে অহেতুক সন্দেহে নিরীহ মানুষকে গণপিটুনির মাধ্যমে হত্যা বা নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশ থেকে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়, যেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কার্যকরী ভূমিকা নিশ্চিত করা হয় এবং কেউ যেন আইনের বাইরে গিয়ে বিচার করার সুযোগ না পায়।
স্থানীয়দের মতে, এমন গণপ্রতিরোধের মধ্য দিয়ে সচেতনতা বাড়বে এবং ভবিষ্যতে মব জাস্টিসের মতো বেআইনি ও অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :