ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

আবু সাঈদ-মুগ্ধদের ‍‍জাতীয় বীর‍‍ ঘোষণা করতে হাইকোর্টের রুল

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ১৪, ২০২৫, ০৪:১৩ পিএম আবু সাঈদ-মুগ্ধদের ‍‍জাতীয় বীর‍‍ ঘোষণা করতে হাইকোর্টের রুল

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিমসহ অন্যান্য শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা না করার কারণ জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।


সোমবার (১৪ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।


আন্দোলনে শহীদদের প্রকৃত ও নির্ভরযোগ্য তালিকা করে তা গেজেট আকারে প্রকাশের কেন নির্দেশ দেওয়া হবে না— রুলে তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নতুন বাংলাদেশের জাতীয় সংস্কারক কেন ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।


মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।


আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।


কালের সমাজ//র.ন

Side banner
Link copied!