ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সোহাগ হত্যা: বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে রিট

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ১৩, ২০২৫, ০৫:৩২ পিএম সোহাগ হত্যা: বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে রিট

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) হত্যার ঘটনায় উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ সংক্রান্ত রিট আবেদন দায়ের করেন।

রিট আবেদনে সোহাগ হত্যায় প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশ চাওয়া হয়েছে।


জানা গেছে, বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সোমবার (১৪ জুলাই) রিটের ওপর শুনানি হতে পারে।


এদিকে, সোহাগ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামি টিটন গাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াস। এছাড়া, একই ঘটনায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় আসামি তারেক রহমান রবিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


এর আগে, ১০ জুলাই মামলার আরেক আসামি মাহমুদুল হাসান মহিনের পাঁচ দিনের রিমান্ড এবং অস্ত্র মামলায় রবিনের দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মামলার বিবরণে জানা গেছে, ৯ জুলাই সন্ধ্যায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনের পাকা সড়কে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে একদল লোক পাথর দিয়ে মাথায় আঘাত ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।


এ ঘটনায় নিহত সোহাগের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। পাশাপাশি পুলিশ অস্ত্র আইনে পৃথক একটি মামলাও দায়ের করে।

 

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!