ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

চরপ্রসন্নদী-গোডাউন সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

কালের সমাজ | টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি জুলাই ১৩, ২০২৫, ০৫:৪৪ পিএম চরপ্রসন্নদী-গোডাউন সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী থেকে গোডাউন ব্রিজ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

রবিবার (১৩ জুলাই) সকাল ১১টায় চরপ্রসন্নদী গোডাউন রোডে চরপ্রসন্নদী স্বাধীন ফাউন্ডেশনের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে অংশগ্রহণকারীরা রাস্তায় দাঁড়িয়ে একে অপরের হাত ধরে প্রতিবাদ জানান এবং সড়ক সংস্কারের দাবিতে নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন সজীব খন্দকার, ওমর মোল্লা, অনিক খান, রাসেল শেখসহ আরও অনেকে। এ কর্মসূচিতে শিক্ষার্থী, ব্যবসায়ী, নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, “চরপ্রসন্নদী থেকে গোডাউন ব্রিজ পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। খানাখন্দে ভরা রাস্তায় চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিনই ঘটে ছোট-বড় দুর্ঘটনা। ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী এবং ব্যবসায়ীরা।”

তাদের দাবি, অবিলম্বে এই সড়কটি সংস্কার না করলে জনদুর্ভোগ আরও চরমে পৌঁছাবে। বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!