কোনো রাজনৈতিক দলকে ‘শাপলা’ প্রতীক দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার ভাষায়, যদি কাউকে ‘শাপলা’ প্রতীক দিতে হয়, তবে সেটা নাগরিক ঐক্যকে দিতে হতো।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন সিইসি। সাক্ষাৎকার নেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির।
নিবন্ধন চেয়ে বিভিন্ন রাজনৈতিক দলের আবেদনের বিষয়ে সিইসি বলেন, ‘‘আমরা ইতোমধ্যে যাচাই-বাছাই শুরু করেছি। যাদের আবেদন অসম্পূর্ণ, তাদের ১৫ দিনের সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ না করলে তারা নিবন্ধন পাবে না। আইন অনুযায়ী যোগ্যতা থাকলেই কেবল নিবন্ধন দেওয়া হবে।’’
তিনি আরও জানান, ‘‘আমাদের মাঠ পর্যায়ে প্রায় ৫৭০০ কর্মকর্তা রয়েছেন। তাদের মাধ্যমেই যাচাই-বাছাই চলছে। অনেক জায়গা থেকে রিপোর্ট আসা শুরু হয়েছে।’’
প্রতীক হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ চাইলেও ইসির সিদ্ধান্ত প্রসঙ্গে সিইসি বলেন, ‘‘বিষয়টি আমরা গুরুত্বসহকারে কমিশনে আলোচনা করেছি। আমাদের কমিশনে কোনো সিদ্ধান্ত এককভাবে নেওয়া হয় না, সব সিদ্ধান্ত আসে সম্মিলিত মতামতের ভিত্তিতে।’’
সিইসি বলেন, ‘‘শাপলা প্রতীক নিয়ে আমরা তদন্ত করেছি, আইনি বিষয় খতিয়ে দেখেছি। জাতীয় পতাকার আইনের সঙ্গে কিছুটা সংশ্লিষ্টতা রয়েছে। এনসিপি শাপলা চাইছে, আগেও নাগরিক ঐক্য একই প্রতীক চেয়েছিল। নাগরিক ঐক্য আগে আবেদন করেছিল, তাদের আবেদন এখনো নিষ্পত্তি হয়নি। তারা দাবি করেছে, তারা আগে আবেদন করেছে, এনসিপি পরে। আইন অনুযায়ী, আগে আবেদন করা দলকেই সেই প্রতীক দেওয়া নিয়ম। এনসিপি এখনো নিবন্ধিতও নয়।’’
এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, ‘‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, শাপলাকে আমরা প্রতীকের তালিকায় রাখব না। ফলে কেউই আর শাপলা প্রতীক পাবে না। এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত।’’
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :