গাজীপুরের শ্রীপুর উপজেলা সাব রেজিস্ট্রার সোহেল রানার অনিয়ম ও দুর্ণীতির প্রতিবাদ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন দলিল লেখক ও ভেন্ডারগণ। টানা তিন দিন শাটডাউন কর্মসুচীর তৃতীয় দিনে তারা স্মারকলিপি দেন।
রবিবার (১৩ জুলাই) দুপুরে দলিল লেখক ও ভেন্ডারগণ সাব রেজিস্ট্রার সোহেল রানার অনিয়ম এবং দুর্ণীতির প্রতিবাদে শ্রীপুর পৌরসভায় প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে স্মারকলিপি জমা দেন।
বিক্ষোভকারী দলিল লেখক ও ভেন্ডারগণ জানান, ৯ জুলাই (বুধবার) থেকে তারা দলিল সম্পাদন কার্যক্রম বন্ধ করে শাটডাউন কর্মসুচী পালন করছেন। সরকারি ফি ব্যাতীত অতিরিক্ত অর্থ গ্রহণ বন্ধ না হলে তারা দলিল সম্পাদন থেকে বিরত থাকবেন। প্রয়োজনে অভিযুক্ত সাব রেজিস্ট্রারের অপসারণ দাবী করে কঠোর কর্মসুচী দিতে বাধ্য হবেন।
দলিল লেখক জাকারিয়া বলেন, যে কোনো দলিল নবিন্ধন করতে সাব রেজিস্ট্রার সোহেল রানা সরকারি ফি’র অতিরিক্ত টাকা দাবী করেন। দলিল ভেদে এর পরিমাণ ২ লাখ টাকারও বেশি। অন্যথায় দলিলে নানা ধরণের অযৌক্তিক ত্রæটি ধরে দলিল বাতিল করে দেন। অথচ সরকারি ফি’র অতিরিক্ত টাকা দিলে সেই সব দলিলেরও কোনো ত্রæটি থাকে না। এতে জমির ক্রেতা-বিক্রতাগণও হয়রানির শিকার হচ্ছেন। বিক্রেতাগণ প্রয়োজনীয় অভাব পূরণ করতে পারছেন না এবং ক্রেতাগণও তাদের কাঙ্খিত কার্যক্রম থেকে বিরত থেকে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন।
শ্রীপুর উপজেলা সাব রেজিস্ট্রার সোহেল রানা সাংবাদিকদের বলেন, কেউ যদি কারও বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বলে বেড়ায় তাহলে কী করার আছে। আমি বিক্ষোভ ও প্রতিবাদকারীদের বলেছি আমার সাথে তাদের দাবী নিয়ে কথা বলার জন্য। আগামীকাল সোমবার (১৪ জুলাই) তারা আমার সাথে কথা বলবেন বলেও জানিয়েছেন। তিনি দাবী করেন দলিল সম্পাদন বন্ধ হয়নি।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :