ফ্রি-কিকের নিপুণ এক শটে প্রথমে দলকে এগিয়ে নিলেন লিওনেল মেসি। বিরতির পর গোল হজম করে সমতায় পড়লেও আবারও জ্বলে উঠলেন আর্জেন্টাইন তারকা। তার জোড়া গোলে মেজর লিগ সকারে (এমএলএস) টানা পঞ্চম জয় তুলে নিলো ইন্টার মায়ামি।
রোববার (১৩ জুলাই) রাতে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে নাশভিলকে ২-১ গোলে হারিয়েছে মেসির মায়ামি।
খেলার শুরু থেকেই দাপট দেখায় মায়ামি। তবে অষ্টম মিনিটেই দুটি সহজ সুযোগ নষ্ট করেন তাদেও আয়েন্দে ও লুইস সুয়ারেজ। এরপর ১৫তম মিনিটে বেঞ্জামিন ক্রেমাসচির হেড ফিরিয়ে দেন নাশভিলের গোলরক্ষক জো উইলিস। একের পর এক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর অবশেষে ১৭তম মিনিটে মেসির বাঁকানো নিচু ফ্রি-কিকে জালের দেখা পায় মায়ামি। ডি-বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া শটে উইলিসের কসরতও কাজে আসেনি।
বিরতির পর প্রতিপক্ষ নাশভিল লড়াইয়ে ফিরে আসে। ৪৯তম মিনিটে ডান দিক থেকে অ্যান্ডি নাজারের ক্রস পেয়ে হ্যানি মুখতার হেডে বল পাঠান জালে। সমতায় ফেরে নাশভিল।
তবে বেশিক্ষণ সেই সমতা থাকেনি। ৬২তম মিনিটে নাশভিল গোলরক্ষক উইলিসের বড় ভুলে বল পেয়ে যান মেসি। সতীর্থের ব্যাকপাস বুক দিয়ে নিয়েও ক্লিয়ার করতে ব্যর্থ হন উইলিস। সুযোগটা কাজে লাগান মেসি। ডি-বক্সের কাছে বল পেয়ে প্রথমে উইলিসকে পরাস্ত করেন, এরপর ডিফেন্ডারের বাধা এড়িয়ে সহজেই বল জালে পাঠান। এ গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।
শেষদিকে নাশভিলের সামনে সমতায় ফেরার সুযোগ ছিল, কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
এ জয়ে ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে মায়ামি। শীর্ষস্থানে থাকা ফিলাডেলফিয়া ইউনিয়নের সংগ্রহ ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট। শীর্ষে ওঠার লড়াইয়ে এখনো ভালো সুযোগ রয়েছে মায়ামির সামনে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :