ভোটের প্রতীকের তালিকা থেকে শাপলা বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন ভবনে আসে দলটির পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
পরে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ প্রতিনিধি দলের অন্য সদস্যরা।
এর আগে, জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের অংশ হিসেবে প্রতীকের তালিকায় শাপলা না রেখে ১১৫টি প্রতীক রাখার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত তালিকাটি ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য গত ২২ জুন ইসিতে আবেদন করেছে এনসিপি। ওই আবেদনে প্রতীক হিসেবে শাপলা, মোবাইল বা কলম—এই তিনটির যেকোনো একটি চাইছে দলটি। এর আগেই মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য ১৭ এপ্রিল শাপলা প্রতীক চেয়ে আবেদন করে। দুই দলই শাপলা প্রতীক ইস্যুতে একাধিকবার ইসির সঙ্গে আলোচনায় বসেছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :