ঢাকা শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

জুলাই-আগস্ট হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৩ জনের বিচার শুরুর নির্দেশ

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ১০, ২০২৫, ০২:০০ পিএম জুলাই-আগস্ট হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৩ জনের বিচার শুরুর নির্দেশ

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে শুরু হয়েছে তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম।


বৃহস্পতিবার (১০ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠনের আদেশ দেন। ট্রাইব্যুনাল আসামিদের দায়মুক্তির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশনা দেয়।


এ মামলার আসামিরা হলেন— সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল , সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন ।


বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে হাজির করা হয়। অপর দুই পলাতক আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন অভিযোগ খারিজের আবেদন করেছিলেন, যা ট্রাইব্যুনাল নামঞ্জুর করে।


এর আগে, গত ৭ জুলাই এ মামলার শুনানি শেষে আদেশ ঘোষণার জন্য ১০ জুলাই তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল। সেদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।


আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে পলাতক দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে উপস্থিত ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। আর গ্রেপ্তারকৃত চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী জায়েদ বিন আমজাদ।


ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে জুলাই-আগস্টের ভয়াবহ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় এই তিনজনের বিরুদ্ধে এখন আনুষ্ঠানিক বিচার শুরু হলো।


কালের সমাজ//এসং.র.ন

Side banner

আইন ও আদালত বিভাগের আরো খবর

Link copied!