ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

হটহাজারী মির্জাপুর ইউনিয়ন যুব বিভাগের নতুন সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত,আমিরে জামায়াতের শুভেচ্ছা

কালের সমাজ | মোঃ একরামুল হক, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি জুলাই ১৪, ২০২৫, ০২:১২ পিএম হটহাজারী মির্জাপুর ইউনিয়ন যুব বিভাগের নতুন সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত,আমিরে জামায়াতের শুভেচ্ছা

হাটহাজারী মির্জাপুর ইউনিয়ন যুব বিভাগের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নূর খালেক শহিদ এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: নুরুল আলম।

 

নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) সংসদীয় আসনের প্রার্থী এবং হাটহাজারী উপজেলা আমির ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম।

 

দায়িত্বপ্রাপ্ত দুই নেতার প্রতি দোয়া করে বলা হয়, আল্লাহ যেন তাদেরকে এই গুরুদায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক দান করেন এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার শক্তি দেন।

কমিটির দায়িত্বপ্রাপ্তরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেছেন।

 

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!