খুলনা মহানগরীর ৪ নম্বর ঘাট এলাকা থেকে ফিল্মি কায়দায় অপহরণ করা হয়েছে খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে। রোববার (১৩ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার একটি ভিডিও ফুটেজ পথচারীদের মোবাইলে ধারণ করা হয়েছে, যেখানে অপহরণের চিত্র ধরা পড়েছে। এছাড়া, অপহৃতের স্ত্রী মাধবী রানী মজুমদার খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, মো. রেজা, বাবু মণ্ডল এবং আরও তিনজন মিলে তার স্বামীকে অপহরণ করেছে। তিনি আরও জানান, অপহরণের পর থেকে সুশান্ত কুমার মজুমদারের দুটি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অপহৃতকে উদ্ধারের চেষ্টা চলছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম অভিযানে রয়েছে।”
অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্ত বাবু মণ্ডল এর আগেও সুশান্তের কাছ থেকে একাধিকবার টাকা দাবি করেছিলেন, কিন্তু তিনি তা দিতে অস্বীকৃতি জানান।
সুশান্ত কুমার মজুমদার ৪ নম্বর ঘাটে খাদ্য পরিদর্শক ও ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :