ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত জারি

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ১৪, ২০২৫, ১১:৫১ এএম বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত জারি

উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকাজুড়ে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

সোমবার (১৪ জুলাই) এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

 

আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সৃষ্ট লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের পার্থক্য বৃদ্ধি পেয়েছে। ফলে ওই অঞ্চলে দমকা হাওয়া কিংবা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

 


চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


একইসঙ্গে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার পরামর্শও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!