ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

লামা উপজেলায় পর্যটন ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

কালের সমাজ | মো. ইসমাইলুল করিম, বান্দরবান জেলা প্রতিনিধি জুলাই ১৭, ২০২৫, ০৬:৩৫ পিএম লামা উপজেলায় পর্যটন ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

বান্দরবানের লামা উপজেলায় স্বল্প পরিসরে জারি করা পর্যটন ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ জুলাই প্রাকৃতিক দুর্যোগ ও পাহাড় ধসের আশঙ্কায় লামা উপজেলার সকল পর্যটন কেন্দ্র ও রিসোর্ট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বর্তমানে আবহাওয়া স্বাভাবিক এবং ঝুঁকিমুক্ত হওয়ায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সুপারিশ অনুযায়ী সব পর্যটন স্পট পুনরায় উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, “পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে সাময়িকভাবে কেন্দ্রগুলো বন্ধ রাখা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।”

 

তিনি আরও জানান, লামার পর্যটন স্পটগুলোতে আগত ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!