ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

বেলকুচিতে কাঁঠাল খেয়ে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

কালের সমাজ | সিরাজগঞ্জ প্রতিনিধি: জুলাই ১৭, ২০২৫, ০৬:৪৮ পিএম বেলকুচিতে কাঁঠাল খেয়ে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তিন দিন আগের ভাঙা কাঁঠাল দিয়ে মুড়ি মেখে খাওয়ার পর অসুস্থ হয়ে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

বুধবার (১৬ জুলাই ২০২৫) বিকেলে দৌলতপুর ইউনিয়নের মামুদপুর বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

মৃত দুই শিশু হলো – মামুদপুর বিলপাড়া গ্রামের নুরুল হকের ছেলে বাকি বিল্লাহ (৫) এবং মেয়ে আছিয়া খাতুন (৪)।

 

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন জানান, ঘটনার পরপরই পরিবার দুই শিশুর লাশ দাফন করেছে এবং কোনো অভিযোগ দেয়নি।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাকি বিল্লাহ ও আছিয়া খাতুন তিন দিন আগে কাটানো একটি ভাঙা কাঁঠাল মুড়ির সঙ্গে মিশিয়ে খায়। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়ে। দ্রুত এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। খাবারের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে কোনো তদন্ত এখনও শুরু হয়নি।

 

কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!