ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল, আংশিক শিথিল থাকবে দুপুরে

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ১৭, ২০২৫, ০৬:৫৬ পিএম গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল, আংশিক শিথিল থাকবে দুপুরে

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউর সময় শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।


বৃহস্পতিবার (১৭ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা আদেশে জানানো হয়, নতুন নির্দেশনা অনুযায়ী আজ সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত, এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। তবে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।


এর আগে বুধবার রাতে শুরু হওয়া কারফিউ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ ছিল।


কারফিউর কারণে শহরে স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়েছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, রাস্তাঘাট ফাঁকা। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।


আইনশৃঙ্খলা বাহিনীর টহল তৎপরতা তুলনামূলকভাবে সীমিত থাকলেও জেলা কারাগারসহ কিছু গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার রয়েছে।


কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!