কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ব্যবসায়ী সৈয়দ আলী হত্যা মামলায় ১৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ২০২৫ দুপুরে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জালাল উদ্দিন।
রায় ঘোষণার সময় ৭ আসামি আদালতে উপস্থিত ছিলেন, বাকি ৬ জন পলাতক রয়েছেন। দণ্ডপ্রাপ্তরা এবং নিহত সৈয়দ আলী সবাই করিমগঞ্জ উপজেলার দেওপুর (কজলাহাটি) গ্রামের বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে আসামিদের সঙ্গে সৈয়দ আলীর দীর্ঘদিনের বিরোধ চলছিল।
২০১৬ সালের ২৩ মার্চ বিকেলে নিয়ামতপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি ফার্মেসিতে ওষুধ আনতে গেলে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে সৈয়দ আলীকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় ২৯ মার্চ তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের বড় বোন পারভীন সুলতানা ২৫ মার্চ করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ওই বছরের ২১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা, তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. শহর আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘদিন মামলা বিচারকার্য শেষে আদালত এ রায় ঘোষনা করেন।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :