ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হতে পারবেন নাগরিকরা

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ১৭, ২০২৫, ০৭:০১ পিএম তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হতে পারবেন নাগরিকরা

নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব পর্যন্ত যেসব নাগরিকের বয়স ১৮ পূর্ণ হবে, তারা ভোটার হওয়ার সুযোগ পাবেন। এ সংক্রান্ত ‘ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।


বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।


বর্তমান নিয়ম অনুযায়ী, প্রতি বছর ডিসেম্বরের মধ্যে যাদের বয়স ১৮ হয়, তারা জানুয়ারি মাসে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পান। নতুন এই অধ্যাদেশের ফলে ভবিষ্যতে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হিসেবে অন্তর্ভুক্তির সুযোগ থাকবে।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি ও নাইম আলী।


অধিকার মুক্ত ভাষা সম্পন্ন। চাইলে আরও সংক্ষেপ বা আনুষ্ঠানিক করে দিতে পারি।


কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!