ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ২৬৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ

কালের সমাজ | খান আশিকুজ্জামান, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি জুলাই ২২, ২০২৫, ০৬:২৬ পিএম মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ২৬৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ২৬৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার সদস্যরা মোংলা পোর্ট সংলগ্ন ইঞ্জিনিয়ারিং ভবনের সামনে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় ২৬৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৪ হাজার ৮০০ টাকা।


কোস্ট গার্ড জানায়, মাদক পাচারকারীরা তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।


লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “মাদকমুক্ত দেশ গড়তে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


কালের সমাজ//এসং.র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!