পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে নিজ বন্ধুদের ছোড়া গুলিতে এক টুরিস্ট নিহত হয়েছে। গত সোমবার ২১জুলাই দুপুরে উপজেলার কুরুক পাতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মায়ানমার সীমান্তবর্তী দুর্গম চাল্লেতলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম এখনো পাওয়া যায়নি।
তবে ওই পর্যটকের বাড়ি শরীয়তপুরে বলে জানা গেছে। তিনি মাদ্রাসার ছাত্র। পুলিশ লাশ উদ্ধার করতে ওই এলাকায় গিয়েছে।স্থানীয় লোকজন ও পুলিশ জানায় গত শনিবার ঢাকা থেকে পাঁচজন পর্যটক আলীকদম হয়ে মায়ানমার সীমান্তবর্তী কুরুক পাতা ইউনিয়নের দুর্গম সিন্ধু এলাকার দৈয় পাড়ায় ঘুরতে যায়।
পরে ফেরার পথে চাল্লেতলি এলাকায় একটি জুম ঘরে পাঁচজন পর্যটক জন পর্যটকদের মধ্যে একজন ম্রোদের শিকারি বন্দুক নিয়ে নড়াচড়া করছিল। অপর একজন মোবাইল দিয়ে ছবি তুলছিল। এ সময় দুর্ঘটনাবশত বন্দুক থেকে গুলি বেরিয়ে গেলে সে ঘটনাস্থলে নিহত হয়।
পুলিশ সুপার মো.শহীদুল্লাহ কাওছার সাংবাদিকদের জানান স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে একটি লাশের খবর পাওয়ার পর সেখানে আলীকদম থানা থেকে পুলিশ গিয়েছে। ঘটনাটি নিজেদের মধ্যে হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :