সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হলো সর্ববৃহৎ দেশীয় মৌসুমি ফল উৎসব। বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন আবির-এর আয়োজনে রোববার (২০ জুলাই) এই ব্যতিক্রমী আয়োজনটি সম্পন্ন হয়।
উৎসবে বাংলাদেশের প্রায় পঞ্চাশ প্রজাতির দেশীয় ফল স্থান পায়। প্রবাস প্রজন্মের কাছে দেশের স্বাদ পৌঁছে দিতে ও ফল রপ্তানিতে সচেতনতা তৈরির লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয় বলে জানান উৎসবের আহ্বায়ক ও সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইয়াকুব সৈনিক। তার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক ইউএই’র সিইও মোহাম্মদ কামরুজ্জামান, কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন ও অ্যাসোসিয়েশনের সভাপতি জুলফিকার ওসমান।
উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল শিশু-কিশোরদের ফলভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নারীদের ফলের ঝুড়ি সাজানো ও অলংকরণ এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।
প্রধান অতিথি আশীষ কুমার সরকার বলেন, “বিদেশে এমন মৌসুমী ফল উৎসব দেশীয় ফলের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর ধারাবাহিকতা বজায় রাখা গেলে রপ্তানি বাড়বে, পরিচিতি পাবে বাংলাদেশের স্বাদ।”
উৎসবে অংশগ্রহণকারী অতিথিরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে, সরকারি পৃষ্ঠপোষকতায় তিন থেকে পাঁচ দিনের ফল প্রদর্শনী ও বিক্রয় মেলার আয়োজনের অনুরোধ জানান।
সাংবাদিক কামরুল হাসান জনি ও তন্বী সাবরিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব শরাফাত উল্লাহ, এনাম চৌধুরী, সিরাজ নওয়াব, মুছা আল মামুন, আজমান বাংলাদেশ সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, শারজাহ সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন, উম্ম আল কোয়াইন সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মুজিবুর রহমান, আক্তার হোসেন সিআইপি, মোহাম্মদ বদরুল সিআইপি, আবুল কালাম, বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’র প্রতিষ্ঠাতা এডমিন লিজা হোসেন ও সভাপতি লাবণ্য আদিল।
এছাড়া উপস্থিত ছিলেন সেলিম রেজা, নজরুল ইসলাম, রাশেদুর রহমান চৌধুরী, মজিবুল রহমান মঞ্জু, মোহাম্মদ শহিদুল্লাহ, বোরহান চৌধুরীসহ অ্যাসোসিয়েশনের সদস্য ও ব্যবসায়ী প্রতিনিধিরা।
অনুষ্ঠানে ২৫ জন সাংবাদিক ও ৮ জন সাংস্কৃতিক শিল্পীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আগত প্রায় ৮০টি প্রবাসী পরিবারসহ ৭০০-এর অধিক প্রবাসী বাংলাদেশি এ উৎসবে অংশগ্রহণ করেন।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :