ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২

সৌদি আরবে লাইসেন্সপ্রাপ্ত শিল্পখাতে শ্রমিকদের আকামা ফি বাতিল

নিজস্ব প্রতিবেদক | ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:১৯ এএম সৌদি আরবে লাইসেন্সপ্রাপ্ত শিল্পখাতে শ্রমিকদের আকামা ফি বাতিল

সৌদি আরবের নিজেদের শিল্পখাতকে আরও শক্তিশালী করতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দেশটির মন্ত্রিসভা লাইসেন্সপ্রাপ্ত শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের আকামা বা ওয়ার্ক পারমিট ফি সম্পূর্ণ বাতিলের অনুমোদন দিয়েছে। 

সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে কাউন্সিল অব ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্সের (সিইডিএ) সুপারিশে এই সিদ্ধান্ত নেয়া হয়।

দেশটির শিল্প ও খনিজ সম্পদমন্ত্রী বান্দার আলখোরায়েফ বলেন, শিল্পখাতে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত আর্থিক লেভি বাতিলের এই সিদ্ধান্ত সৌদি আরবে টেকসই শিল্প উন্নয়নকে আরও জোরদার করবে।

তিনি আরো জানান, এটি সৌদি আরবের ভিশন ২০৩০-এর আওতায় শিল্পখাতকে ধারাবাহিক সহায়তারই অংশ। এর ফলে সৌদি শিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং বিভিন্ন বৈশ্বিক বাজারে তেলবহির্ভূত রপ্তানির বিস্তার ও সরবরাহ আরও বাড়বে।

উল্লেখ্য, উচ্চাভিলাষী ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় সৌদি আরব তেলনির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বহুমুখীকরণ করতে চায়।

মন্ত্রী বলেন, এই নতুন পদক্ষেপের ফলে একদিকে যেমন উন্নতমানের বিনিয়োগ আকৃষ্ট হবে, অন্যদিকে কারখানাগুলোর পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এর মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানগুলো সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি করতে পারবে এবং একই সঙ্গে স্বয়ংক্রিয়তা (অটোমেশন), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক উৎপাদন প্রযুক্তির মতো নতুন ব্যবসায়িক মডেল দ্রুত গ্রহণ করতে পারবে বলেও তিনি উল্লেখ করেন।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!