ঢাকা বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

জাতীয় সরকার ও নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : চীনা রাষ্ট্রদূত

কালের সমাজ নিজস্ব প্রতিবেদক জুলাই ২৯, ২০২৫, ০৪:৩৪ পিএম জাতীয় সরকার ও নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশে জাতীয় সরকার গঠন বা জাতীয় নির্বাচন কখন অনুষ্ঠিত হবে—এটি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, “জাতীয় সরকার গঠন হোক বা না হোক, কিংবা নির্বাচন কবে হবে—এগুলো বাংলাদেশ নিজেরাই নির্ধারণ করবে। এসব বিষয়ে চীনের কোনো হস্তক্ষেপ নেই। চীন বিশ্বাস করে, একটি অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে পারবে।”

বিএনপি ও জামায়াতের সঙ্গে চীনের সম্পর্ক প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ইয়াও ওয়েন বলেন, “গত সরকারের সময় চীনের বিএনপি ও জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে না ওঠার কারণ সবার জানা।”

এছাড়া, সম্প্রতি মাইলস্টোনে চীনের একটি যুদ্ধবিমান দুর্ঘটনা প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে তদন্ত চলছে এবং খুব শিগগিরই কারিগরি বিশেষজ্ঞদের একটি দল বাংলাদেশে আসবে।


রোহিঙ্গা সংকট নিয়ে ইয়াও ওয়েন বলেন, “রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যাওয়াই এই সমস্যার একমাত্র দীর্ঘমেয়াদি সমাধান। চীন এ বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমার—দুই পক্ষের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।”

তবে রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি প্রত্যাবাসনের জন্য উপযোগী নয় বলেও মত দেন তিনি।


ডিক্যাব টকে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন বক্তব্য রাখেন অনুষ্ঠানে।

 

কালের সমাজ/এ.স./ সাএ

 

 

Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!