ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ২৮, ২০২৫, ০৮:১২ পিএম পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বাংলাদেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে (ডিআইজি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

সোমবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা পৃথক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।

বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন:ডিআইজি আতিকা ইসলাম (ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত), ডিআইজি মো. মাহবুব আলম (রেলওয়ে পুলিশ, ঢাকা), ডিআইজি মো. মনির হোসেন (শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত), ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম (পুলিশ টেলিকম, ঢাকা) ।

প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে সরকার তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রযোজ্য বিধান অনুসারে, তারা অবসর-সম্পর্কিত সব সুবিধা পাবেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!