চাঁদাবাজি কোনো অবস্থাতেই সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “চাঁদাবাজ যেই হোক, যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।”
জাতীয় নির্বাচন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, আগস্ট মাস থেকে বিভিন্ন ধাপে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।
মাদকের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “মাদক বহনকারীরা ধরা পড়ছে ঠিকই, কিন্তু গডফাদারদের এখনো ধরতে পারিনি। তবে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :