ঢাকা বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

ঝিনাইদহে ভাড়া বাসা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কালের সমাজ ঝিনাইদহ প্রতিনিধি জুলাই ২৯, ২০২৫, ০৩:৪৭ পিএম ঝিনাইদহে ভাড়া বাসা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার সংলগ্ন কানুহরপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তরিকুল ইসলাম (৪৫) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মৃত তরিকুল বিষয়খালীর কেশবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

 

রোববার (২৭ জুলাই) বিকেলে স্থানীয়দের সন্দেহের পর সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে মরদেহটি উদ্ধার করে।

 

তরিকুলের বড়ো ভাই আজিজুল ইসলাম জানান, বিষয়খালী বাজার সংলগ্ন কানুহরপুর এলাকার খোকন মোল্লার বাসায় তিন থেকে চার মাস বৌ নিয়ে ভাড়া থাকতেন। তবে সপ্তাহ দুয়েক আগে বৌ তাকে ছেড়ে চলে গেছে বলেও জানান। তবে কিকারণে মৃত্যু হয়েছে সেটা বলতে পারছিনা।

 

পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত অবস্থায় বিছানার উপড় পড়ে ছিলো এবং ঘরে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছিলো। ময়নাতদন্ত শেষে রোববার রাতে বিষয়খালীর কেশবপুর গ্রামে বৃষ্টি রাতেই তার দাফন সম্পন্ন করা হয় বলে তার ভাই আজিজুল নিশ্চিত করেন। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সোমবার (২৮ জুলাই) দুপুরে জানান, আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। লাশের ময়নাতদন্তের পর রোববার রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানাজাবে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

কালের সমাজ/ সাএ
 

Side banner
Link copied!