সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের আশানগর-হরিণখোলা সড়কে স্কেভেটরবাহী একটি ট্রাক আটকে থাকায় টানা ৯ দিন চরম দুর্ভোগে পড়েছে অন্তত ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ। বন্ধ রয়েছে খাদ্য, ওষুধ, মাছসহ জরুরি পরিষেবা পৌঁছানো।
চট্টগ্রাম মেট্রো-শ ১১-১১-৩০ নম্বরের একটি ট্রাক স্কেভেটর নিয়ে গত ২০ জুলাই বিকেল ৪টার দিকে আশানগরের পূর্ণচরণ সরকারের বাড়ির সামনে সড়কে হঠাৎ দেবে যায়। এরপর থেকে ট্রাকটি সড়কের মাঝখানে আটকে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ট্রাকটি না সরানোয় স্কুলপড়ুয়া শিশু, রোগী, কৃষক ও মৎস্যচাষীরা মারাত্মক সমস্যায় পড়েছেন। পিকআপ, ভ্যান, এমনকি ছোট যানবাহনও চলাচল করতে পারছে না।
এলাকাবাসী দিলীপ মণ্ডল বলেন, “খাদ্য ও মাছ পরিবহন বন্ধ হয়ে গেছে। যাতায়াতে সীমাহীন কষ্ট হচ্ছে।”
স্থানীয় ইউপি সদস্য শিবপ্রসাদ মণ্ডল জানান, “৯ দিন ধরে মাছ পরিবহন বন্ধ থাকায় কোটি টাকার ক্ষতি হয়েছে। বারবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন।”
দ্রুত ট্রাক অপসারণ ও জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
কালের সমাজ/এ. র./সাএ
আপনার মতামত লিখুন :