ঢাকা বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

কুলিয়ারচরে কৃষি জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

কালের সমাজ | কুলিয়ারচর প্রতিনিধি জুলাই ২৯, ২০২৫, ০৯:১০ পিএম কুলিয়ারচরে কৃষি জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় কৃষি জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার তারাকান্দি এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রামদী ইউনিয়নের পূর্ব তারাকান্দি গ্রামের মৃত আঃ হাশিমের ছেলে শাহাবুদ্দিন মিয়া (৭০) এবং একই এলাকার তারাকান্দি পৌরসভার আংশিক অংশের বাসিন্দা তারাকান্দি পূ্র্বপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে মজলু মিয়া (৬০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুইজনই নিয়মিত কৃষিকাজ করতেন। ঘটনার দিন বিকেলে তারা জমিতে কাজ করছিলেন। এ সময় জমির উপর দিয়ে যাওয়া আঙ্গুর মিয়ার সেচ পাম্পে সংযুক্ত বৈদ্যুতিক তারটি কিছুটা উঁচুতে ঝুলে ছিল এবং কিছু অংশ মাটিতে পড়ে ছিল। অসাবধানতাবশত শাহাবুদ্দিন মিয়া মাটিতে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে গিয়ে মজলু মিয়াও বিদ্যুতের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ, সেচপাম্প মালিক আঙ্গুর মিয়া নিয়মবহির্ভূতভাবে এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুতের লাইনটি স্থাপন করেন। দীর্ঘদিন ধরে ওই লাইন দিয়ে পানি উত্তোলন করা হচ্ছিল, এতে সেচপাম্প মালিক ও সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয়রা।

এ ঘটনায় কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ ফোর্সসহ সরেজমিনে গিয়ে দুটি মরদেহ উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, 
কর্তব্যরত চিকিৎসক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পরে পরিবারের আবেদনের ভিত্তিতে দুইজনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আদনান আখতার জানান, হাসপাতালে দুটি মৃতদেহ নিয়ে আসেন পুলিশ। মৃতদেহ দুটি বিদ্যুতায়িত হয়েই মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এ ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। পাশাপাশি এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!