ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ৩০, ২০২৫, ০৩:৩০ পিএম ৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উদযাপনকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আগামী ৫ আগস্ট দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা নিয়ে আতঙ্ক বা হুমকির কিছু নেই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।”

এ সময় রাজধানীতে চলমান বিশেষ অভিযান প্রসঙ্গে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, “ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করছে। এটি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় এ ধরনের অভিযান চালানো হয়ে থাকে।”

উল্লেখ্য, ৫ আগস্ট উদযাপনের প্রেক্ষিতে সারা দেশে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!