ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

রূপগঞ্জে ফুটপাত মহাসড়ক দখলমুক্তে যৌথ উচ্ছেদ অভিযান

কালের সমাজ | রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি জুলাই ৩১, ২০২৫, ০৩:৪১ পিএম রূপগঞ্জে ফুটপাত মহাসড়ক দখলমুক্তে যৌথ উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টায় ভুলতা গোলচত্বর থেকে গোলাকান্দাইল গোলচত্বর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানটি নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম।।

অভিযানে গাউছিয়া মার্কেট সংলগ্ন প্রধান সড়কের দুই পাশের শতাধিক অবৈধ অস্থায়ী দোকান, ভাসমান স্টল এবং নির্মাণসামগ্রী উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এসব দোকান ফুটপাত ও সড়কের একটি বড় অংশ দখল করে রাখায় পথচারী এবং যানবাহন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে ঈদ ও ছুটির মৌসুমে গাউছিয়া মার্কেটে বিপুল সংখ্যক ক্রেতা সমাগমে পরিস্থিতি হয়ে পড়ছিল আরও ভয়াবহ।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমানসহ উপজেলা প্রশাসন, স্বেচ্ছাসেবী, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন,সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। কেউ যদি এটি দখল করে ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করে, তা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা ইতোমধ্যেই পাঁচবার অভিযান পরিচালনা করেছি। ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আগামী এক মাস আমাদের একজন ম্যাজিস্ট্রেট ৫৪ জন ভলেন্টিয়ার এখানে প্রতিদিন থাকবে অবৈধভাবে কেউ দোকান বা সড়ক দখল করতে চাইলে জেল জরিমান ও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, অভিযানের সময় অনেক দখলদারকে সতর্ক করে দেওয়া হয়েছে। তারা পুনরায় অবৈধ দখল করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় পথচারী ও ব্যবসায়ীদের অনেকেই প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, নিয়মিত এই ধরনের অভিযান হলে ফুটপাত ও সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং জনদুর্ভোগ অনেকাংশে হ্রাস পাবে।

তবে এলাকাবাসীর আশঙ্কা, আগের মতোই কয়েক ঘণ্টা পর দখলদাররা পুনরায় ফুটপাতে দোকান বসাবে কিনা—তা এখন দেখার বিষয়। সড়ক ও ফুটপাত কতদিন দখলমুক্ত থাকবে, সে অপেক্ষায় রয়েছে তারা।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!