ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

পিরোজপুরে পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক ভবনের সংস্কার কাজের উদ্বোধন

কালের সমাজ | মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর প্রতিনিধি সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৩:৫০ পিএম পিরোজপুরে পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক ভবনের সংস্কার কাজের উদ্বোধন

পিরোজপুর জেলা পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক (পুরুষ) ভবনের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের আনুষ্ঠানিকভাবে এ কাজের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “পুলিশ সদস্যরা দিন-রাত আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন। কিন্তু দীর্ঘদিন ধরে ব্যারাক ভবনটি জরাজীর্ণ অবস্থায় থাকায় তাদের বসবাস অনুপযোগী হয়ে পড়েছিল। এ পরিস্থিতিতে পুলিশ হেডকোয়ার্টারে সংস্কারের জন্য আমি বরাদ্দ চাই। মহান আল্লাহর রহমতে এবং কর্তৃপক্ষের সদয় বিবেচনায় ২ কোটি ৬৫ লক্ষ টাকা অনুমোদন পাওয়া গেছে। সেই বরাদ্দ থেকেই আজ এই তিনতলা ভবনের সংস্কার কাজ শুরু করা সম্ভব হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে এ ভবন ভেঙে একটি আধুনিক পাঁচতলা ভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে।”

তিনি আরও আশা প্রকাশ করেন, নতুন এই উদ্যোগে পুলিশ সদস্যরা আরও আরামদায়ক পরিবেশে বসবাস করতে পারবেন এবং এতে তাদের মনোবল বৃদ্ধি পাবে।

উদ্বোধন শেষে পুলিশ লাইন্স জামে মসজিদের ইমাম বিশেষ দোয়া পরিচালনা করেন। এ সময় বসবাসরত পুলিশ সদস্যরা আনন্দ প্রকাশ করে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলন মন্ডল, বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মোঃ শরিফুল ইসলামসহ পুলিশ লাইন্সের কর্মকর্তারা ও ফোর্স সদস্যরা।

কালের সমাজ//র.ন

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!