ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে নামছে বাংলাদেশ

কালের সমাজ | স্পোর্ট রিপোর্টার সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৫:৪৬ পিএম সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে নামছে বাংলাদেশ

কলম্বো, শ্রীলঙ্কায় শুরু হচ্ছে সাফ অ-১৭ চ্যাম্পিয়নশিপ ২০২৫। টুর্নামেন্টটি চলবে ১৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এ আসরে অংশ নিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দল ইতোমধ্যে ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় পৌঁছেছে।

আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। প্রস্তুতির অংশ হিসেবে আজ (১৬ সেপ্টেম্বর) সকালে কলম্বোর ক্যালানিয়া ফুটবল কমপ্লেক্সে সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুশীলন করে লাল-সবুজের কিশোররা। অনুশীলন শেষে হোটেলে ফিরে সুইমিংপুলে রিকোভারি সেশনে অংশ নেয় তারা।

দিনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত মিডিয়া সেশনে উপস্থিত ছিলেন দলের গোলকিপার প্রশিক্ষক আরিফুর রহমান পান্নু ও তরুণ গোলকিপার আলিফ রহমান ইমতিয়াজ।

বাংলাদেশ দলের অনুশীলন ও ইন্টারভিউ ফুটেজ দেখতে ভিজিট করুন: ফুটেজ লিংক

কালের সমাজ//র.ন
 

Side banner
Link copied!