পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) বায়োজীদ ইসলাম।
সভায় উপস্থিত পুলিশ সদস্যরা তাদের নানাবিধ সমস্যা তুলে ধরেন এবং পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মিত ছুটি, আবাসন সুবিধা, চিকিৎসা সেবা, পরিচ্ছন্নতা, মানসম্মত খাবার সরবরাহসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করেন।
এ সময় পুলিশ সুপার সদস্যদের প্রতি নৈতিকতা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, “জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সততা ও নিষ্ঠার বিকল্প নেই। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় অর্জন।”
সভা শেষে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বেশ কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন পুলিশ সুপার।
এ সময় আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই পুলিশ লাইন্স, আরও-১ রিজার্ভ অফিসসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :