ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ফরিদপুরে দুই মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

কালের সমাজ | বিপুল চন্দ, ফরিদপুর প্রতিনিধি সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৬:৫৫ পিএম সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ফরিদপুরে দুই মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে আবারও মহাসড়ক অবরোধে নেমেছে এলাকাবাসী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ শুরু হয়। এতে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সকাল ৮টা থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নের বিভিন্ন স্থানে স্থানীয়রা অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় ঢাকা–খুলনা মহাসড়কের সোয়াদী ও মনসুরাবাদ এবং ঢাকা–বরিশাল মহাসড়কের হামিরদী, নওপাড়া ও পুখুরিয়া এলাকায় গাছ কেটে ও বাঁশ ফেলে সড়ক আটকে দেন তারা।

নির্বাচন কমিশনের ৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেট অনুযায়ী, ফরিদপুর-৪ আসনের আওতাধীন ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদেই এলাকাবাসী সড়কে নেমে আসে।

অবরোধ চলাকালে তারা স্লোগান দেন—
“আমরা ভাঙ্গার মানুষ, ভাঙ্গাতেই থাকতে চাই”
“ভাঙ্গা আমার মা, আমার মায়ের বিভাজন মেনে নেব না”
“নগরকান্দার সঙ্গে জুড়ে দেওয়া চলবে না”

সকাল থেকে বিকেল পর্যন্ত মহাসড়কে শত শত যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ভাঙ্গা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বিপুল সংখ্যক অবরোধকারীর কারণে যান চলাচল স্বাভাবিক হয়নি।

বিকেল ৫টা পর্যন্ত অবরোধের কোনো সমাধান না হওয়ায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ে।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!