ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব নাকচ করল অর্থ মন্ত্রণালয়

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৬:১০ পিএম মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব নাকচ করল অর্থ মন্ত্রণালয়

আসন্ন সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হলেও সেটি অনুমোদন দেয়নি অর্থ মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি জানান, "জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাব অর্থ মন্ত্রণালয় বাতিল করেছে। পাশাপাশি গণমাধ্যমে প্রচারিত—আগামী সরকারের মন্ত্রীদের জন্য অর্থ মন্ত্রণালয় গাড়ি কিনছে—এমন খবরও সঠিক নয়।"

অর্থ উপদেষ্টা আরও জানান, আগের সরকারের সংসদ সদস্যদের জন্য আমদানি করা প্রায় ৩০ থেকে ৪০টি বিলাসবহুল গাড়ি ইতোমধ্যেই জব্দ করা হয়েছে। প্রতিটি গাড়ির আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা। এসব গাড়ি নির্বাচনকালীন সময়ে ব্যবহার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ ছাড়া, বৈঠকে আরও জানানো হয়—শিগগিরই বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ জনবল নেবে জাপান। অর্থ উপদেষ্টার সাম্প্রতিক জাপান সফরে দেশটির সরকারের সঙ্গে এ বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়েছে। তবে কর্মীদের জন্য জাপানি ভাষায় দক্ষতা অর্জন বাধ্যতামূলক করা হয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!