ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ক্যাশ ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্স শুরু

কালের সমাজ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৭:০৯ পিএম আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ক্যাশ ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্স শুরু

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে তিন দিনব্যাপী ক্যাশ ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লা খান কর্মকর্তাদের উদ্দেশে বলেন,
"পেশাগত দক্ষতা, সততা ও শরীয়াহ্ সম্মত কার্যক্রমে মনোযোগী হতে হবে। ক্যাশ ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে হবে এবং মানসম্মত সেবা প্রদান করে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে হবে। ব্যাংকের সব সেবার বিষয়ে কর্মকর্তাদের ভালো ধারণা রাখতে হবে এবং তা গ্রাহকদের জানাতে হবে। একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মেনে চলার পাশাপাশি ঝুঁকি ব্যবস্থাপনা ও জবাবদিহিতা আরও জোরদার করতে হবে।"

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (AIBTI) প্রিন্সিপাল মো. আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকীসহ শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই প্রশিক্ষণে বিভিন্ন শাখা থেকে আগত মোট ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

কালের সমাজ//র.ন

Side banner

করপোরেট কর্নার বিভাগের আরো খবর

Link copied!