ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

নেপালের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

কালের সমাজ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৯:০২ পিএম নেপালের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নেপালের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে নজরদারি করছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালে চলমান সহিংসতা ও প্রাণহানির ঘটনায় বাংলাদেশ গভীর শোক প্রকাশ করছে। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে সরকার।

বাংলাদেশ আশা করছে, নেপালের সব পক্ষ সংযম প্রদর্শন করবে এবং যেকোনো মতপার্থক্য শান্তিপূর্ণ ও গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধান করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, নেপালের জনগণ শান্তি পুনঃপ্রতিষ্ঠা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্ষম হবে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!