রাজবাড়ীতে নূরা পাগলার লাশ পোড়ানোকে কেন্দ্র করে স্থানীয় আলেমদের হয়রানী এবং হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মাদারীপুরে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার সন্ধায় ইমাম মুয়াজ্জিন সমাজকল্যাণ পরিষদ মাদারীপুর জেলা শাখার আয়োজনে শহরের চাঁদমারি মাদ্রাসার অফিসকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ইমাম মুয়াজ্জিন সমাজকল্যাণ পরিষদ মাদারীপুর জেলা শাখার কার্যকরী সভাপতি মাওলানা আলী আহমদ চৌধুরী,পীর সাহেব চন্ডীবর্দী বলেন-রাজবাড়ীর নুরা পাগলা নিজেকে কখনো ইমাম মেহেদী কখনো নবীর জামাই ইত্যাদি উটভট আচরণ করে বেরিয়েছে এর প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর জুমা বাদ লক্ষ্যাধিক লোকের জমায়েত ঘটে এবং সেখান থেকে কিছু লোক ছুটে গিয়ে মাজার ভাঙ্গে যাতে ইমান আকিদা সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দের কোন নির্দেশনা ছিলোনা। প্রশাসন যদি আগেই পদক্ষেপ নিতো তাহলে এমন ঘটনা ঘটতো না। সেই ঘটনায় সাধারণ মানুষের নামে মামলা করার একটা প্রকিয়া চলছে যেখানে আলেম-ওলামাদের টার্গেট করা হচ্ছে।
এবং এ-র পরদিন হাটহাজারীতে তথাকথিত সুন্নিরা হামলা করে মাদ্রাসাসহ আমাদের প্রানের স্পন্দন শাহ আহমদ শফি ( রহ:) ও জোনায়েদ বাবুনগরী ( রহ:) কবরের উপর পাথর নিক্ষেপ করেছে এবং ছাত্রদের আহত করেছে। যদি এরকমই চলতে থাকে তাহলে আমরা সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবধ্য ভাবে আবার রাজপথে নামতে বাধ্য হবো। রাজবাড়ীর ঘটনায় যদি কোন আলেমকে হয়রানি করা হয় এবং হাটহাজারীর ঘটনায় যে ছাত্ররা আহত হয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থা এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যদি কোন সুষ্ঠ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।
এসময় আরো উপস্থিত ছিলেন ইমাম মুয়াজ্জিন সমাজকল্যাণ পরিষদ মাদারীপুর জেলা শাখার সহ-সভাপতি মুফতি আবুল হাসান,সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল আলম খান জিহাদি,সাংগঠনিক সম্পাদক মুফতি জামাল উদ্দিন খান,দপ্তর সম্পাদক মাওলানা আশরাফ আলী,প্রচার সম্পাদক মুফতি আলী আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি তাজুল ইসলাম,সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শাহজালাল খান,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা নোমান আল হাবিব,সহ-সাধারণ সম্পাদক মাওলানা আইয়ুব আলী হাওলাদার,সদস্য সরোয়ার হোসেন প্রমুখ।
কালের সমাজ/ সাএ
আপনার মতামত লিখুন :