ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান

কালের সমাজ নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৬:৫৫ পিএম কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 

শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “কয়েক সপ্তাহের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন। তার নেতৃত্বেই নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র চলছে, তা প্রতিহত করা হবে।”

 

তিনি আরও উল্লেখ করেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পতিত স্বৈরাচার পিছনের দরজা দিয়ে জনগণের অধিকার হরণ করতে চাইছে বলে মন্তব্য করেন তিনি।


ডা. জাহিদ হোসেন বলেন, “যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই বিভিন্ন ষড়যন্ত্র করছে। সংবিধান ইচ্ছে করলেই ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না। জনগণের আকাঙ্ক্ষা বুঝে এগোতে হবে, আবেগ দিয়ে নয়।”

 

কালের সমাজ/ সাএ

 

Side banner
Link copied!