ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

নীলফামারীতে শ্রমিক হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ সমাবেশ

কালের সমাজ | হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি সেপ্টেম্বর ৩, ২০২৫, ০২:২৩ পিএম নীলফামারীতে শ্রমিক হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ সমাবেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) বিক্ষুব্ধ শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষে হাবিব নামে এক শ্রমিক নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার  (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এই  বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়।

এসময় শিক্ষার্থীরা ‘শ্রমিক হত্যার বিচার চাই’, ‘শ্রমিক এর নায্য হিস্যা দাও’, ‘হাবিব হত্যার বিচার চাই’, ‘নীলফামারিতে শ্রমিক মরে! ইন্টেরিম কী করে!’, ‘রাজশাহী টু নীলফামারী, we want Justice’, ‘শ্রমিকের রক্ত কি এতই সস্তার!’, ‘নীলকর থেকে পুঁজিপতি, সবাই অত্যাচারী!’,‘আইন শৃঙ্খলার বেহাল দশা, ইন্টেরিম করে রঙ তামাশা’ ইত্যাদি প্লেকার্ড প্রদর্শন করে।

সমাবেশে ছাত্র অধিকার পরিষদ সভাপতি মেহেদী মারুফ বলেন,  নীলফামারীতে শ্রমিক হাবিবুর রহমান হাবিবকে যৌথ বাহিনী নৃশংসভাবে হত্যা করেছে। অথচ অনেক গণমাধ্যম এই হত্যাকাণ্ডকে “সংঘর্ষ” হিসেবে চালানোর চেষ্টা করছে। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে আমরা সাম্যের সমাজ গড়তে ব্যর্থ হয়েছি, আর গত দেড় দশক ধরে শেখ হাসিনা তার ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে শ্রমিক ও সাধারণ মানুষের ওপর অন্যায়-অত্যাচার চালিয়ে যাচ্ছে।

তিনি আরোও বলেন, ২৪শে গণঅভ্যুত্থানে অসংখ্য শ্রমিক ভাই প্রাণ দিয়েছেন। আজ যখন শ্রমিকরা ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে, তখন রাষ্ট্রীয় বাহিনী তাদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। অথচ উত্তরবঙ্গের মেহনতী মানুষের ঘাম ঝরানো পরিশ্রমের কারণেই দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে, উপদেষ্টারা আরাম-আয়েশ ভোগ করতে পারছেন।

২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, হাবিব হত্যার বিচার ও শ্রমিক হত্যায় জড়িতদের শাস্তি দিতে হবে, পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং শোষক শ্রেণিকে বিচারের আওতায় আনতে হবে।

এছাড়া ফকলোর এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহসান হাবিব বলেন,  এভারগ্রিন কোম্পানি কর্মী হাবিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করেছে খুনি প্রসাশন। বাংলাদেশের সবার  নায্য হিস্যা আদায় হলেও শ্রমিকরা কখনো তাদের প্রাপ্য অধিকারটুকু পাচ্ছে না। নিহত শ্রমিক হাবিবুরর পরিবারের পূর্ণবাসন করতে হবে এবং হত্যাকারীদের দৃষ্টান্টমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। আগামীতে যাতে শ্রমিক হত্যাকান্ড না ঘটে সেজন্য ইন্টেরিমকে নিশ্চিয়তা প্রদান করতে হবে। শ্রমিকদের মজুরি  প্রদানে বিলম্ব করা চলবে না।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!