ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

রাকসু: ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলো প্রথম বর্ষের শিক্ষার্থীরা, হতে পারবে প্রার্থীও

কালের সমাজ | হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি সেপ্টেম্বর ২, ২০২৫, ০৫:৩৮ পিএম রাকসু: ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলো প্রথম বর্ষের শিক্ষার্থীরা, হতে পারবে প্রার্থীও

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে হল ছাত্র সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি পদে প্রথম বর্ষের শিক্ষার্থীরাও ভোটার হতে পারবেন। এছাড়া নির্বাচনে প্রার্থীও হতে পারবেন। এ জন্য মনোনয়ন ফরম উত্তোলনের সময় বাড়ানো হয়েছে আরো একদিন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কোষাধ্যক্ষের কার্যালয়ে রাকসু নির্বাচন কমিশনারদের মধ্যে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। পরে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। 
এর আগে, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কিছুদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল ছাত্রদল।
এদিকে, রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া মনোনয়ন ফরম বিতরণ চলে বিকাল ৫টা পর্যন্ত।

এসময় প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবি ও পরামর্শের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ অধিকতর অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করার নিমিত্তে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এজন্য মনোনয়ন ফরম উত্তোলনের সময় আরো একদিন বাড়ানো হয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!