বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বহিরাগতদের হামলার প্রতিবাদ ও ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে রেললাইন অবরোধ করেছেন। এর ফলে সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল চারটা থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানান, বহিরাগতদের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস ও হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। রেললাইনে বসে তারা ছয় দফা দাবি আদায়ের পক্ষে স্লোগান দিতে থাকেন।
এর আগে সকাল ৯টায় কে. আর মার্কেট এলাকা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন এবং বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ছয় দফা দাবি পেশ করেন। আন্দোলনরত শিক্ষার্থী শিবলী সাদী বলেন, “বহিরাগতরা ন্যাক্কারজনকভাবে আমাদের ওপর হামলা করেছে। আমরা তার বিচার চাই। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। ছয় দফা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
গত রোববার কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলায় শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনার পর রাতে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং আবাসিক শিক্ষার্থীদের ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়।
অন্যদিকে, কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যসহ সব শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন এবং ভবনের দরজায় তালা ঝুলিয়ে দেন। এতে ২২৭ জন শিক্ষক কয়েক ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় থাকেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :