ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

মনিরামপুরে জামায়াতে ইসলামী’র উদ্যোগে পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

দিপু মন্ডল , যশোর প্রতিনিধি আগস্ট ২৮, ২০২৫, ০৯:১৪ পিএম মনিরামপুরে জামায়াতে ইসলামী’র উদ্যোগে পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইউনিয়নের বিভিন্ন গ্রামে পানিবন্দি ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা কর্মপরিষদ সদস্য ও যশোর-৫ (মনিরামপুর) আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী  ফজলুল হক, উপজেলা কর্মপরিষদ সদস্য আবু সালেহ মো. ওবাইদুল্লাহ, নেহালপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু তালহা ও সাধারণ সম্পাদক মাওলানা আঃ হামিদ। এছাড়াও জামায়াত ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি গাজী এনামুল হক বলেন, “মানুষের সেবা করা ইবাদতের অংশ। আল্লাহ তায়ালা কোরআনে ঘোষণা করেছেন, ‘তোমরা পরস্পরে সৎকাজ ও তাকওয়ায় সহযোগিতা করো’। হাদিসে রাসূল (সা.) বলেছেন, ‘সৃষ্টির সেবা করাই হচ্ছে স্রষ্টার নৈকট্য লাভের পথ’। তাই দুর্দিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব।”

অতিথিবৃন্দ আরও বলেন, জামায়াতে ইসলামী সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে থেকেছে এবং থাকবে। দুর্যোগ-দুর্বিপাকে অসহায় মানুষের সেবায় এগিয়ে আসা জামায়াতের ঐতিহ্য। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়েই জামায়াত অগ্রসর হচ্ছে।

ত্রাণ গ্রহণকারী পানিবন্দি পরিবারগুলো এ উদ্যোগের জন্য জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

কালের সমাজ/এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!