কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের পূর্ব তারাকান্দি এলাকায় কলাবাগানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাশাদ মিয়া (২৪) নামে এক রং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাশাদ স্থানীয় রং মিস্ত্রি আমড়ু মিয়ার ছেলে। তিনিও বাবার মতো পেশায় রং মিস্ত্রি ছিলেন।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান ,বাড়ির সামনে কলাবাগানে কাজ করার সময় মসজিদের উদ্দেশ্যে যাওয়া একটি ঝুলন্ত বিদ্যুতের জিআই তারের সংস্পর্শে আসেন বাশাদ। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার মা হেলেনা আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাশাদকে মৃত ঘোষণা করেন। তবে প্রাথমিক চিকিৎসা শেষে হেলেনা আক্তার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন (পিপিএম) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা গ্রহণ করে। তিনি বলেন, “বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।” এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :