ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

ভৈরবে প্রবাসীর ঘরে একসঙ্গে তিন নবজাতকের জন্ম

কালের সমাজ | মো. সবুজ মিয়া, ভৈরব সেপ্টেম্বর ১, ২০২৫, ০৫:১৯ পিএম ভৈরবে প্রবাসীর ঘরে একসঙ্গে তিন নবজাতকের জন্ম

কিশোরগঞ্জের ভৈরবে সৌদি প্রবাসীর ঘরে একসঙ্গে তিন নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে রয়েছে দুই পুত্র ও এক কন্যা সন্তান। নতুন অতিথিদের আগমনে পরিবারে নেমেছে আনন্দ-উচ্ছ্বাস।

গত রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর শহরের উত্তরপাড়া স্টেডিয়াম সংলগ্ন ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানদের জন্ম দেন জোনাকি বেগম (১৮)। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও সন্তানরা বর্তমানে সুস্থ আছেন।

জোনাকি বেগম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া মনতালা গ্রামের প্রবাসী সোহাগ মিয়ার স্ত্রী। নবজাতকেরা তাদের দাম্পত্য জীবনের প্রথম সন্তান। জোনাকির বাবার বাড়ি ভৈরবের গজারিয়া ইউনিয়নের মানিকদী পাড়াতলার বাউল বাড়িতে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট প্রসববেদনা শুরু হলে জোনাকি বেগমকে ভর্তি করা হয়। চার দিন পর্যবেক্ষণের পর চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। নির্ধারিত সময় অনুযায়ী গত ৩১ আগস্ট সন্ধ্যায় সফলভাবে তিন নবজাতকের জন্ম হয়।

একসঙ্গে তিন সন্তানের জন্মের বিরল ঘটনায় শুধু পরিবারেই নয়, স্থানীয় এলাকাজুড়েও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। শুভাকাঙ্ক্ষীরা পরিবারকে অভিনন্দন জানাচ্ছেন এবং মা-শিশুর সুস্থতা কামনা করছেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!