ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দশম দিন আজ

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১, ২০২৫, ১০:৪৫ এএম জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দশম দিন আজ

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দশম দিন আজ সোমবার (১ সেপ্টেম্বর)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এর আগে ২৬ আগস্ট নবম দিনের শুনানিতে পাঁচজন সাক্ষী জবানবন্দি দেন। তারা হলেন— স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মফিজুর রহমান, ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মনিরুল ইসলাম, ঢাকা মেডিকেলের ডা. মোস্তাক আহমেদ, ফেনীর ব্যবসায়ী আহত নাসির উদ্দিন এবং শহীদ শাহরিয়ার খান আনাসের নানা মো. সাঈদুর রহমান। এ পর্যন্ত মোট ২৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন সাক্ষীদের জেরা করেন। অন্যদিকে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিম ও আবদুস সাত্তার পালোয়ান।

এর আগে বিভিন্ন দিনে চিকিৎসক, প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী ও শহীদ পরিবারের সদস্যরা সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন— রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের কর্মকর্তা, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের চিকিৎসক, ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক, বিভিন্ন শিক্ষার্থী ও নিহতদের স্বজনরা। প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হয় ৩ আগস্ট আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মণের বর্ণনার মাধ্যমে।

মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও অভিযুক্ত ছিলেন। তবে তিনি দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। আদালতে তার উপস্থিতিতেই সাক্ষীরা জবানবন্দি দিচ্ছেন।

গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেন ট্রাইব্যুনাল। প্রায় আট হাজার ৭৪৭ পৃষ্ঠার অভিযোগপত্রে শহীদদের নামের তালিকা, তথ্যসূত্র, জব্দতালিকা ও দালিলিক প্রমাণ যুক্ত করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে এ মামলায় ৮১ জনকে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!