মুকসুদপুর শিল্পকলার পরিবেশনায়" ওগো কালো মেঘ বাতাসের বেগে যেওনা যেওনা ভেসে নয়ন জুড়ানো সুরতি তোমার আরতি সকল দেশে" গানে নৃত্যে "বরষা মঙ্গলায় বিশেষ আলেখ্য অনুষ্ঠান—হায় বরষা" অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সন্ধায় মুকসুদপুর শিল্পকলা একাডেমীর আয়োজনে মুকসুদপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বর্ষা উপলক্ষে সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তির মধ্যদিয়ে "বরষা মঙ্গলায় বিশেষ আলেখ্য অনুষ্ঠান—হায় বরষা" অনুষ্ঠিত হয়েছে।
শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমীর ভারপ্রাপ্ত সভাপতি পলাশ কুমার দেবনাথ, এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমীর জীবন সদস্য সিরু মিয়া, মেহেদী হাসান বিপ্লব, নির্বাহী সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, আরিফিন মুক্তা, সনজ কুমার লিটু, মিজানুর রহমান মোল্লা, সহ একাডেমীর অন্যান্য সদস্য বৃন্দ। অনুষ্ঠানে বর্ষা মাসকে ভরিয়ে দিতে একাডেমীর শিল্পী ও কলাকুশলীবৃন্দ কবিতা, সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :