ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অশুভ শক্তির অপতৎপরতা স্পষ্ট হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে গঠিত সরকার প্রতিষ্ঠিত না হলে গণতন্ত্র নিরাপদ নয়।
রবিবার (৩১ আগস্ট) প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় দেওয়া বক্তব্যে তারেক রহমান অভিযোগ করেন, প্রায় এক বছর আগে তিনি সতর্ক করেছিলেন যে, নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে অদৃশ্য শক্তি সক্রিয় রয়েছে। এখন সেই শক্তির কর্মকাণ্ড ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে।
তিনি বলেন, দেশে স্থিতিশীলতা ক্রমেই জটিল আকার ধারণ করছে। রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে তিনি আহ্বান জানান— বিএনপির বিজয় ঠেকানোর অপচেষ্টা না করে বরং সবার আগে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের পথ প্রশস্ত করতে হবে।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি ইতোমধ্যে নানা পরিকল্পনা প্রণয়ন করেছে বলেও উল্লেখ করেন তিনি। এসব পরিকল্পনা মাঠপর্যায়ে পৌঁছে দিতে নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তারেক রহমান।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :