ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

গুরুতর আহত নুরের জ্ঞান ফিরেছে, আইসিইউতে চিকিৎসাধীন

কালের সমাজ আগস্ট ৩০, ২০২৫, ১০:৩৭ এএম গুরুতর আহত নুরের জ্ঞান ফিরেছে, আইসিইউতে চিকিৎসাধীন

কাকরাইলে সংঘর্ষে গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরে এসেছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৫ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, নুর বর্তমানে আইসিইউতে রয়েছেন এবং ধীরে ধীরে সাড়া দিচ্ছেন। সেখানে সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। স্ট্যাটাসের সঙ্গে হাসপাতালের বেডে শুয়ে থাকা নুরের দুটি ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যায় তার নাকে ব্যান্ডেজ ও মুখে অক্সিজেন মাস্ক লাগানো।

এর আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছিলেন, শুক্রবার রাতে হামলার পর নুরের মাথায় আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। পরে চিকিৎসকরা তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করেন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দুই পক্ষের সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন নুর। দলীয় নেতাকর্মীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নুর রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে করে নেওয়া হচ্ছে এবং তার মুখ ও নাক থেকে রক্ত ঝরছে।

 

কালের সমাজ/  এ. স. / সাএ

 

Side banner
Link copied!