ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

কালের সমাজ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৭:৫৫ পিএম ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন সলিমুল্লাহ মুসলিম হল সংসদের সাবেক জিএস ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. জুলিয়াস সিজার তালুকদার। রিটটি বুধবার (৩ সেপ্টেম্বর) দাখিল করা হয়।

রিটে তিনি চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে ডাকসু নির্বাচনের স্থগিতাদেশ প্রার্থনা করেছেন। জুলিয়াস সিজার ভিপি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছিলেন।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর সলিমুল্লাহ মুসলিম হলের হাউস টিউটর ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অভিযোগ করেন যে জুলিয়াস সিজার নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। বিষয়টি নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে শুনানি হলেও ট্রাইব্যুনাল কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না দিয়ে কমিশনে সুপারিশ পাঠায়। সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন জুলিয়াস সিজারের প্রার্থীতা ও ব্যালট নম্বর বাতিল করে।

রিটে তিনি উল্লেখ করেন, তার পক্ষ গ্রহণের সুযোগ দেওয়া হয়নি। ২৭ আগস্ট চিফ রিটার্নিং কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠানো হলেও সাড়া না পাওয়ায় হাইকোর্টে স্থগিতাদেশের জন্য আবেদন করেছেন।

এর আগে হাইকোর্টের এক আদেশে ডাকসু নির্বাচনের প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম স্থগিত করা হয়েছিল। পরে ঢাবি কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে আদালত স্থগিতাদেশ সাময়িকভাবে প্রত্যাহার করেন, ফলে নির্বাচনে বাধা দূর হয়।

ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের দিন নির্ধারিত আছে ৯ সেপ্টেম্বর। নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদসহ বামপন্থী সংগঠন দুটি পৃথক প্যানেল দিয়েছে। এবার ২৮টি পদে মোট ৪৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সদস্য পদে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে ২১৭ প্রার্থীর।

হাইকোর্ট আগামী ২১ অক্টোবর ট্রাইব্যুনালের প্রতিবেদনসহ রিটের বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করবে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!