ঢাকা শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচন আয়োজনে বাধা নেই, আপিল বিভাগের আদেশ বহাল

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৩, ২০২৫, ০১:৫৩ পিএম ডাকসু নির্বাচন আয়োজনে বাধা নেই, আপিল বিভাগের আদেশ বহাল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আপিল বিভাগ বহাল রেখেছে। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারিত ডাকসু নির্বাচন আয়োজনের পথে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, “ডাকসু নির্বাচন করতে আর কোনো বাধা থাকল না। আলহামদুলিল্লাহ।”

এর আগে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদন অনুযায়ী হাইকোর্টের স্থগিতাদেশ আপিল বিভাগে পাঠানো হয়। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব সেই স্থগিতাদেশ বহাল রাখেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!